Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘চসিকের কাজে গতি আনবে স্মার্ট সিটি’

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৪ এএম

মানুষ ইন্টারনেট ছাড়া চলতে পারে না মন্তব্য করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগ। ইন্টারনেট জগত অনেকটা সহজলভ্য হয়ে উঠেছে। চসিক পরিচালিত কম্পিউটার ইনস্টিটিউটকে বুনিয়াদী প্রশিক্ষণের জন্য পুর্ণাঙ্গ প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা হবে। গতকাল (বৃহস্পতিবার) সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউটের গভর্নিং বডির ৭ম সভায় সভাপতির বক্তব্যে মেয়র একথা বলেন।

মেয়র নাছির বলেন, চসিক পরিচালিত ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৭শ শিক্ষক-কর্মচারী রয়েছে। শিক্ষার্থী রয়েছে ৬০ হাজার। তাদের সকল কার্যক্রম অটোমেশন পদ্ধতিতে করতে হবে। চসিকের সকল কার্যক্রম গতিশীল করার নিমিত্তে স্মার্ট সিটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, চসিক সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, কম্পিউটার ইনস্টিটিউটের প্রশিক্ষক সাহেদ আলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মার্ট সিটি’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ