বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। বরগুনায় প্রকাশ্যে রিফাত নামক একজন যুবককে কুপিয়ে হত্যার ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। এই ঘটনায় দেশের আইন-শৃঙ্খলা কোন পর্যায়ে তা সহজেই অনুমেয়। তিনি বলেন, এভাবে প্রকাশ্যে হত্যা ধর্ষণ নারী অপহরণ-নির্যাতন দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। ঋণ খেলাপি দুর্নীতি মাদক দেশকে গ্রাস করে ফেললেও দেশের লাখো হকার অমানবিক জীবন যাপন করছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ জাকির হোসেনরে পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। আরো বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুর রহমান, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান. মুহাম্মদ আব্দুল মান্নান, শামসুল হক, মাওলানা আলমগীর তালুকদার।
সম্মেলনশেষে মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়াকে সভাপতি, মুহাম্মদ কামাল হোসাইনকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক করে হকার্স শ্রমিক আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।