বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠেয় ৪ জুন সাভার উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচনের আগেই একের পর এক সহিংস ঘটনা ও একাধিক প্রার্থীর লিখিত আবেদনের প্রেক্ষিতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন। বুধবার রাতে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি)-এর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ান সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় মনিটরিং শুরু করেছে।
সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া জানান, সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নের ঝুকিপূর্ণ কেন্দ্র গুলো মনিটরিং শুরু করেছে তারা।
এছাড়া নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে নিয়মিত টহল দেওয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা দিবে বিজিবি।
এই কর্মকর্তা আরও জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে বিজিবির এই অস্থায়ী ক্যাম্পটি নির্বাচন শেষ হওয়ার পরও দুই দিন পর্যন্ত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।