Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোসেনপুরের ৬ ইউনিয়ন সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হবে কিনা, নির্বাচনে সার্বিক পরিবেশ শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকবে কিনা, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটাররা বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরাও গোলযোগ করতে পারেন বলে আশঙ্কা করছেন। হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ করা হোক এটাই সবার প্রত্যাশা। এবার দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হওয়ায় বিএনপি, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে উত্তাপ আরও বাড়ছে। আগামীকাল শনিবার হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোট গ্রহণকালে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার প্রতি সবার লক্ষ রাখা একান্ত প্রয়োজন। তবে প্রাশাসন শক্ত হাতে দায়িত্ব পালন করলে কেউ সহিংসতা করার সাহস বা সুযোগ পাবে না। গত ৩০ মে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন, হোসেনপুর উপজেলায় আগের মতো শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ কোনো সহিসংসতা করার সুযোগ পাবে না। পুরো হোসেনপুরে সার্বিক পরিস্থিতি আমাদের নখদর্পণে রয়েছে। কেউ সহিংসতা করার চেষ্টা করলে সে কোনোভাবেই পুলিশ ও জনগণের হাত থেকে রেহাই পাবে না। এ উপজেলায় চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ২২০ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সব প্রার্থী ও ভোটাররা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোসেনপুরের ৬ ইউনিয়ন সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ