পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির (ডিআইজি মিজান) কাছে তথ্য পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে অনুসন্ধান টিম। গতকাল বুধবার পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে গঠিত টিম পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিচালককে নিষেধাজ্ঞা দেয়ার অনুরোধ জানায়। চিঠিতে বলা হয়, ‘অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও মানিলন্ডারিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগের সত্যতা দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্য গ্রহণ করা একান্ত প্রয়োজন। ইতিমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রদানের জন্য তার বরাবর নোটিস প্রেরণ করা হয়েছে। বিশ্বস্তসূত্রে জানা যায় যে, তিনি সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।’
এদিকে পুলিশের ডিআইজি মিজান এবং দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের মধ্যকার ঘুষ লেনদেন অভিযোগ অনুসন্ধানে নিযুক্ত পরিচালক শেখ মে. ফানাফিল্যাকেও কারণদর্শানোর নোটিস দিয়েছে সংস্থাটি। একই অনুসন্ধানের প্রয়োজনে দুই সাংবাদিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দু’ ধরণের ভাষা ব্যবহার করেন শেখ মো. ফানাফিল্যাহ। এ কারণে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়।
এর আগে সকালে অনলাইন পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’র বিশেষ প্রতিনিধি দীপু সারোয়াকে আপত্তিকর ভাষায় তলব করার প্রতিবাদে সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা। সমাবেশে দুদকের আপত্তিকর চিঠি প্রত্যাহারসহ চার দফা দাবি পেশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। সমাবেশে
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি পারভেজ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মুরসালিন নোমানি প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ দুদকের হুমকি সম্বলিত চিঠি প্রত্যাহার, দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দুদক কার্যালয়ে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকারসহ চার দফা দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এর পরপরই দুদক পরিচালক ফানাফিল্যাকে কারণদর্শানোর নোটিস দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।