Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্র রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান

মোদির পাঁচ বছর ছিল সুপার ইমারজেন্সি : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ১২:০৫ এএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভারতজুড়ে ‘সুপার ইমারজেন্সি’ বা অতিরিক্ত জরুরি অবস্থা জারি ছিল বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভারতের গণতন্ত্র রক্ষায় দেশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ১৯৭৫ সালের ২৫ জুন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার ৪৪ বছর পূর্তিতে মঙ্গলবার এক টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ১৯৭৫ সালে আজকের দিনেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে ‘সুপার ইমারজেন্সি’ চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা। ১৯৭৫ সালে জারি করা জরুরি অবস্থা টানা ২১ মাস বিদ্যমান ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি-তৃণমূল দ্ব›দ্ব ক্রমেই প্রকট হয়ে দেখা দিয়েছে। এরই ধারবাহিকতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথও বর্জন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোদির কট্টর সমালোচক হিসেবে সুপরিচিত। লোকসভা নির্বাচনের পর মমতা বরাবরই ইভিএমে দুর্নীতির অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে, ক্ষমতাসীন বিজেপি পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে অভিযোগ তুলেছে। রাজ্যের অরাজকতা ও বিশৃঙ্খলা দমনে কার্যকরী পদক্ষেপ নিতে সম্প্রতি বিজেপি নেতা মুকুল রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লিখিত অনুরোধ জানিয়েছেন। কঠোর ব্যবস্থার মাধ্যমে শৃঙ্খলা ফেরানোর অনুরোধ করেছেন। ওয়েবসাইট।



 

Show all comments
  • ash ২৭ জুন, ২০১৯, ৯:১৪ এএম says : 0
    VAROT SERE, BANGLADESH ER SHATHE ADD HOE BIG BANGLADESH BANAN !! BECAUSE WE R BANGOLI, WE SHOULD BE IN ONE NATION
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ