নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয়েছে নড়বড়ে। প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে খাদের একেবারে কিনারায় চলে গিয়েছিল ১৯৯২ বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্যে চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের বিপক্ষে তো দাঁড়াতেই পারেনি পাকিস্তান। তবে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে সরফরাজ আহমেদের দল। সেমির লড়াইয়ে দলকে দেখছেন কোচ মিকি আর্থারও। টিকে থাকার লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ শীর্ষে থাকা আসরের অপরাজিত দল নিউজিল্যান্ড।
অনেক হিসেবের মারফ্যাচে থাকা পাকিস্তানের আশা আছে জানিয়ে আর্থার বলেন, ‘নিঃসন্দেহে আমরা বাঁচা-মরার লড়াইয়ে আছি। অবশ্যই আমাদের ভাগ্য অনেকটাই অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করছে। তবে আমাদেরও বাকি তিনটি ম্যাচ জিততেই হবে।’
নিজেদের দিনে যে কোন দলকেই পরাজিত করার ক্ষমতা রাখে বলে মনে করেন আর্থার, ‘আমরা যখন নিজেদের সেরা খেলাটা খেলি তখন যেকোন দলকেই পরাজিত করার ক্ষমতা রাখি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।