মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অ্যাপল ছাড়া সব অন্য সব মোবাইলের প্ল্যাটফর্ম হিসাবে এন্ড্রোয়েডকে বাড়তে দেওয়াই তার ‘জীবনের সব থেকে বড় ভুল’। সম্প্রতি এক আলোচনায় এই কথা জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ৬৩ বছরের এই শিল্পপতি জানিয়েছেন, এখনও একটি শক্তিশালী কোম্পানি মাইক্রোসফট। সঠিক সময়ে এন্ড্রোয়েডকে প্রতিযোগীতায় ফেলতে পারলে আজ মাইক্রোসফট বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি না হয়ে একমাত্র টেক কোম্পানি হতে পারত।
‘সফটওয়্যার জগতে, বিজেতা সম্পূর্ণ বাজারের দখল নেয়।’ বলেন বিল গেটস। ইউটিউবে প্রকাশিত হওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ এন্ড্রোয়েড যেখানে আছে মাইক্রোসফটের সেখানে পৌঁছাতে না পারা আমার জীবনের সবথেকে বড় ভুল।’ তিনি আরো বলেন, ‘অ্যাপলের মোবাইল প্ল্যাটফর্ম ছাড়া এই মুহুর্তে একটাই প্ল্যাটফর্ম রয়েছে। আর সেই প্ল্যাটফর্মের মূল্য কত? ৪০০ বিলিয়ান মার্কিন ডলার (প্রায় ৩৫ হাজার কোটি টাকা)।’
এক ঘন্টার এই আলোচনায় নিজের সফল প্রোডাক্ট উইন্ডোজ ও অফিস নিয়ে আলোচনা করেছেন বিল গেটস। এই দুই প্রোডাক্ট মাইক্রোসফট কে অন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘আমরা যদি সফলভাবে ওটাকে (মাইক্রোসফট) চালাতে পারতাম তাহলে আমরা একমাত্র কোম্পানির তকমা পেতাম।’ সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।