মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল যুবায়ের ইরানকে সতর্ক করে বলেছে, আগ্রাসন নীতি অব্যাহত রাখলে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আসবে। গতকাল ফ্রান্স থেকে প্রকাশিত ল্য মনডে পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ হুশিয়ারি দেন। আদেল আল যুবায়ের বলেন, আজ ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এ নিষেধাজ্ঞা আরো কঠিন হবে। ইরান যদি তাদের আগ্রাসন নীতি চালিয়ে যায়, এর জন্য তাদের মূল্য দিতে হবে।
এদিকে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার আগে সংযুক্ত আরব আমিরাত ও সউদী আরবের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সময় পারস্য উপসাগরীয় দেশ, ইউরোপ ও এশিয়াকে নিয়ে জোট করে সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জে নামার আহ্বান জানান।
সউদী ও আমিরাতি নেতাদের সাধারণ (কমন) শত্রু ইরানের বিরুদ্ধে কঠোর মার্কিন দৃষ্টিভঙ্গির পক্ষে জোরালো পরামর্শ দেন। গতকাল তারা বলেছে, মার্কিন যে কোনো নতুন নিষেধাজ্ঞা তাদের (ইরান) ওপর কোনো কার্যকর ‘প্রভাব’ পড়বে না।
মার্কিন চালকবিহীন গোয়েন্দা বিমান (ড্রোন) ভূপাতিত করার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সামরিক হামলার হুমকি দিলেও পরে তা থেকে সরে আসেন। এর একদিন পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও লোহিত সাগরের শহর জেদ্দায় সউদী বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, সউদী নেতাদের সঙ্গে আলোচনার পরে পম্পেও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনায় বসেন। পম্পেও বর্ণনা করেন, সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাত দুই বৃহৎ জোটের চ্যালেঞ্জ ইরানের উপস্থিতি। পম্পেও বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলব কীভাবে আমরা কৌশলগতভাবে জোট ও একটি বিশ্বব্যাপী জোট গঠন করতে পারি তা নিশ্চিত করা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।