Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চবিতে ছিনতাইয়ের শিকার ৬ শিক্ষার্থী

চবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৫ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন ৬ শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন অতীশ দীপঙ্কর হলের সামনে এই ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়া হয়।
ছিনতাইয়ের শিকার রসায়ন বিভাগের শিক্ষার্থী ফয়সাল গাজী জানান, দুপুর দেড়টার দিকে পদার্থবিদ্যা বিভাগের ৫ জন বন্ধু মিলে নির্মানাধীন অতীশ দীপঙ্কর হল এলাকায় ঘুরতে যাই। হলের সামনে যেতেই ৪ জন মুখোশধারী রামদাসহ আমাদের ঘিরেধরে ৫টি মোবাইল, নগদ ৫ হাজার টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন দৈনিক ইনকিলাবকে বলেন, ছিনতায়ের ঘটনা শোনামাত্র আমরা সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবিতে ছিনতাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ