Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

প্রাতিষ্ঠানিক অবমূল্যায়নে বেকারত্ব বাড়ছে

বাকৃবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৫ এএম

যোগ্যতা থাকা সত্তে¡ও শুধুমাত্র গরিব বা অর্থ সঙ্কট থাকায় অনেক শিক্ষিত যুবক কাজের সুযোগ থেকে বঞ্চিত ও সামাজিকভাবেও অবমূল্যায়ন হচ্ছে। এতে করে বেকারদের আর্থিক অবস্থার পরিবর্তন সম্ভব হচ্ছে না এমনকি নতুন করে দেশে বেকারত্বের সৃষ্টি হচ্ছে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ‘দরিদ্্রতার লুকায়িত কারণ’ শীর্ষক এক গবেষণামূলক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান খান। ইঞ্জিনিয়ার লিনেন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এটিডি ফোর্থ ওয়াল্ড এমিয়ার আঞ্চলিক কো-অর্ডিনেটর ক্লাউড হেবার্জার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেকারত্ব বাড়ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ