মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিমানবন্দরের ডিউটি ফ্রি দোকান থেকে ম্যানিব্যাগ চুরির অভিযোগে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলট রোহিত ভাসিনকে বরখাস্ত করা হয়েছে। তিনি এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক পরিচালক (পূর্ব) হিসেবে কর্মরত ছিলেন। শনিবার অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরের একটি করমুক্ত দোকান থেকে রোহিত মানিব্যাগ চুরি করেছেন বলে অভিযোগ দায়ের করেছিলেন আঞ্চলিক ম্যানেজার। এরপরই রোববার রোহিতকে বরখাস্ত করে তদন্ত শুরু করে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার বলেন, প্রাথমিক রিপোর্টে ওই পাইলটের বিরুদ্ধে সিডনি বিমানবন্দরের একটি শুল্কমুক্ত দোকানে মানিব্যাগ চুরির অভিযোগ পাওয়া গেছে। তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, ‘আমাদের বিমান সংস্থা কর্মীদের যথাযথ আচরণের দিককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আর অন্যায় আচরণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়।’
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, তাদের ক্যাপ্টেন রোহিত ভাসিন অস্ট্রেলিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করেন। তিনিই সিডনির ঘটনা এই বিমান সংস্থার সদর দফতরে জানান। এরপর অভিযুক্ত পাইলট দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরই তার হাতে সানপেনশনের চিঠি ধরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে তাকে লাইসেন্স জমা দিতে হয়েছে। আপাতত নিজের বেজ স্টেশন কলকাতা না ছাড়ার আদেশ পেয়েছেন তিনি। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।