Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইম্পিচমেন্ট করলে নির্বাচনে জেতা সহজ হবে : ট্রাম্প

ইরানে হামলার বিষয়টি বাতিল নয়, স্থগিত করা হয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাকে বিরোধীদলীয় এমপিরা পার্লামেন্টে ইম্পিচমেন্ট করলে ২০২০ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পথ সুগম হবে। রোববার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ আশাবাদ ব্যক্ত করেন। খবর ডনের। মার্কিন এনবিসি টিভি চ্যানেলের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান মিট দ্য প্রেস-এ তাকে ইম্পিচমেন্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এতে বরং আমার বিজয় আরও সহজ হবে। এ সময় ট্রাম্প আরও বলেন, ২০১৬ সালে তার নির্বাচনী প্রচারাভিযান নিয়ে যে দীর্ঘ তদন্ত হয়েছে, তা অবৈধ বলে বর্ণনা করেন তিনি। অপরদিকে, সোমবার থেকে ইরানের ওপর নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেশ ইরানের ওপর হামলার পরিকল্পনা বাতিল করেনি, সময় পিছিয়েছে মাত্র। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আচরণ পরিবর্তন না করলে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে। মার্কিন ড্রোন ভূপাতিত করার পর ইরানে হামলা বিষয়ে তার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের ক্রমবর্ধমান হুমকি ও তৎপরতা বন্ধে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার কার্যক্রম চলমান রয়েছে। সাময়িক কারণে এখনই হামলা চালানো হচ্ছে না। আপাতত এটি স্থগিত করা হয়েছে, তবে বাতিল করা হয়নি। প্রসঙ্গত, ইরান গত সোমবার একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে। এর জবাবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশের পরপরই তা প্রত্যাহার করা হয়। ট্রাম্প বলেন, ড্রোন ভূপাতিত করার প্রতিশোধ নিতেই ওই হামলার আদেশ দেয়া হয়েছিল। ট্রাম বলেন, নির্দেশ দেয়ার পর আমি জেনারেলকে বলেছি- যে তিনটি স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছি তাতে কতোজন মারা যেতে পারে? উত্তরে সেনা কর্মকর্তা বলেছিলেন, কমপক্ষে দেড়শ’ জনের মৃত্যু হতে পারে। এ কথা শুনে হামলার ঠিক আগমুহুর্তে তা বন্ধের নির্দেশ দিয়েছি। ডন, এনবিসি টিভি, আল-আরাবিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ