Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে লাল মসজিদ নিয়ে ফের উত্তেজনা

হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৫ এএম

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। হাসপাতালটিতে জইশ-ই-মুহম্মদের প্রধান মাসুদ আজহার ভর্তি ছিলেন বলে খবরে বলা হয়েছে। কোয়েটার এক মানবাধিকার কর্মীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএনআই। আহসান উল্লাহ মিয়াখাইল নামের ওই মানবাধিকার কর্মী তার টুইটারে দাবি করেছেন, পাকিস্তান সেনাবাহিনী এই ঘটনা মিডিয়াতে প্রকাশ না করার জন্য সাংবাদিকদের কড়া নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, একটি বিল্ডিং থেকে কালো ধোঁয়া উড়ছে এবং এর আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছে। আরেক টুইটার ব্যবহারকারী হাসপাতালের ভয়াবহ বিস্ফোরণকে হামলা বলে দাবি করেছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে এনিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি। অপরদিকে, পাকিস্তানের বহুল আলোচিত লাল মসজিদ এলাকায় ফের উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার লাল মসজিদ সংলগ্ন জামিয়া হাফসা মহিলা মাদ্রাসা সিলগালা করে দেয়ার পর রোববার আবার তা খুলে দিয়েছে দেশটির সরকার। খবর বিবিসি উর্দূর। শনিবার ইসলামাবাদের ওই মাদ্রাসাটি সিলগালা করে এর নিয়ন্ত্রণ নিয়েছিল পাকিস্তান পুলিশ। মাদ্রাসা সংলগ্ন আশপাশের সবকটি সড়কও বন্ধ রাখা হয়। এতে ওই মাদ্রাসার ছাত্রীরা আটকা পড়ে দুঃসহ জীবনযাপন করছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ করলে রোববার ওই এলাকা থেকে পুলিশ সরিয়ে নেয়া হয়েছে। লাল মসজিদ ও জামেয়া হাফসা কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, আগামী মঙ্গলবার পর্যন্ত আলোচনার সময় দিয়ে ইসলামাবাদের ডেপুটি কমিশনার মসজিদ এলাকা থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নিয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, গত তিনদিন যাবত ওই মাদ্রাসা সিল করে রাখা হয়েছে। শনিবার জামেয়া হাফসার প্রিন্সিপাল উম্মে হাসান দাবি করেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইদিন ধরে শুধু মাদ্রাসার আশপাশের সড়ক বন্ধ রাখা হয়নি, বরং ছাত্রীদের থাকার রুমগুলোও তালাবদ্ধ রাখা হয়েছে। উম্মে হাসান আরও দাবি করেন, মাদ্রাসা ভবনের গ্যাস সংযোগও বন্ধ করে ওই ভবনে থাকা ১৫০ ছাত্রীর কাছে খাবার পৌঁছাতে দেয়া হয়নি। এবং তাদের সঙ্গে দেখা কাওকে দেখা করতে দেয়া হচ্ছে না। ইন্ডিয়া টুডে, ফার্স্ট পোস্ট, এএনআই, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ