Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানে একাকী জেগে উঠলেন নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ফ্লাইট চলাকালে ঘুমিয়ে পড়ার পর এয়ার কানাডার একটি উড়োজাহাজে তাকে ঘুমন্ত অবস্থায় একা ফেলে সবাই চলে গিয়েছিল বলে অভিযোগ করেছেন এক নারী। বিবিসি জানিয়েছে, ৯ জুন, রোববার কুইবেক থেকে টরেন্টো যাওয়ার সময় তিনি উড়োজাহাজে ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন টিফানি অ্যাডামস, তারপর যখন ঘুম ভেঙে জেগে ওঠেন তখন প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছিলেন তিনি এবং তখনও শরীরে সিটবেল্ট বাঁধা আর উড়োজাহাজটি বিমানবন্দরে পার্ক করা ছিল। তারপর থেকে তিনি প্রায়ই ‘দুঃস্বপ্ন’ দেখছেন বলে জানিয়েছেন অ্যাডামস। এ অভিযোগ সত্য বলে নিশ্চিত করেছে এয়ার কানাডা এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে। ফেইসবুকে অ্যাডামস জানিয়েছেন, প্রায় মধ্যরাতে প্রচন্ড ঠান্ডায় ঘুম থেকে জেগে (ফ্লাইটটি ল্যান্ড করার কয়েক ঘণ্টা পর) পুরোপুরি অন্ধকার উড়োজাহাজে নিজেকে আবিষ্কার করেন তিনি। এই অভিজ্ঞতাকে ‘ভয়ানক’ বলে বর্ণনা করেছেন তিনি। এ সময় তিনি তার বান্ধবী ডিয়ানা ডেলকে ফোন করে জানান তিনি কোথায় আছেন, কিন্তু এক মিনিট পরই ফোনটি বন্ধ হয়ে 

যায়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ