মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার দাবি করেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ আলোচনায় বসতে চায়। তিনি রোববার রাতে সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “আমরা ইরানের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়া আলোচনায় বসতে প্রস্তুত এবং তারা জানে আমাদেরকে কোথায় পাওয়া যাবে।” এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শুক্রবার দাবি করেছিলেন, তার প্রশাসন ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে চায়। এ নিয়ে ট্রাম্প ও পম্পেও গত কয়েক মাসে অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেন। তারা এমন সময় ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করছেন যখন ডোনাল্ড ট্রাম্প গত বছর সম্পূর্ণ বেআইনিভাবে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অপরদিকে, উপসাগরীয় অঞ্চলে যে কোনো ধরনের সংঘাত অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়তে পারে, কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না এবং এটি মার্কিন সেনাদের জীবনের জন্য হুমকি হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ সেনা কমান্ডার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর রোববার ওই সেনা কমান্ডার এই হুঁশিয়ারি দিলেন। ট্রাম্পের এই হুমকির পরের দিন রোববার তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরান কিংবা অন্য কোনো প্ররোচনাকারীর মার্কিন দূরদর্শিতাকে ভুল বোঝা উচিৎ নয় এবং দুর্বলতার লক্ষণ ভাবা উচিৎ নয়। তাদেরকে কেউ মধ্যপ্রাচ্যে শিকারের লাইসেন্স দেওয়ার নিশ্চয়তা দেয় নি। ইরানের সেনা কর্মকর্তা মেজর জেনারেল গোলামআলি রশিদ বলেছেন, তার দেশে যে কোনো হুমকির মোকাবেলা করবে। তিনি বলেন, ‘এই অঞ্চলে সংঘাত শুরু হলে কোনো দেশই এর ছড়িয়ে পড়া ও সময় নির্ধারণ করতে পারবে না। ইরানি সেনাবাহিনীর এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এই অঞ্চলে অসদাচারণ এড়িয়ে আমেরিকা সরকারের উচিৎ মার্কিন সেনাদের জীবন রক্ষায় দায়িত্বশীল কাজ করা।’ রয়টার্স, আইআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।