Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দিরের প্যান্ডেল ভেঙে নিহত ১৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ভারতের রাজস্থানে রবিবার তীব্র ঝড়োবৃষ্টিতে মন্দিরের প্যান্ডেল ভেঙে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে রাজস্থানের বারমের এলাকার রাণী ভাটিয়ানি মন্দিরে জমায়েত হয়েছিল বহু মানুষের। সেখানে ‘রাম কথা’ পাঠের সময় হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এ সময় ‘রাম কথা’ পাঠকারী ব্যক্তি পাঠ থামিয়ে লোকজনকে প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যেতে বলেন। এক পর্যায়ে প্যান্ডেল ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সম্ভবত বিদ্যুৎতাড়িত হয়ে লোকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের কর্মকর্তারা। এলাকাটি রাজ্যের রাজধানী জয়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরে। টুইটারে দেওয়া এক পোস্টে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘রাজস্থানের বারমেরে প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ টুইটারে দেওয়া পোস্টে মৃতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। পাশাপাশি আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ