Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ৭:৫৮ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেল ক্রসিং পাড় হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রেজাউল আলম (৫০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চক শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার ঝাঐল ইউনিয়নের চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে।
চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে শিক্ষক রেজাউল রেলক্রসিং পাড় হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা জামতৈল স্টেশনগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি হারুন মজুমদার বলেন, দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত নই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ