মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের কর্তৃপক্ষ সংঘাত কবলিত পশ্চিম মিয়ানমারে ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর তা কার্যকর করেছে টেলিকম কোম্পানিগুলো। শনিবার দেশটির অন্যতম শীর্ষস্থানীয় অপারেটর টেলিনর গ্রুপের বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাখাইনে মিয়ানমারের সরকার বাহিনীগুলো স্থানীয় বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। এ লড়াইকে কেন্দ্র করে বিদ্যমান উত্তেজনার প্রেক্ষিতে নির্দেশটি দেওয়া হয়েছে। টেলিনর গ্রুপ জানিয়েছে, মিয়ানমারের যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় টেলিকম কোম্পানিগুলোকে রাখাইন ও প্রতিবেশী চিন রাজ্যের আটটি শহরে ‘সাময়িকভাবে’ ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দেয়। “অবৈধ তৎপরতার সমন্বয় করার জন্য ইন্টারনেটের উপদানগুলো ব্যবহৃত হচ্ছে ও শান্তি বিঘ্ন করা হচ্ছে,” নির্দেশের কারণ হিসেবে এমনটি বলা হয়েছে বলে জানিয়েছে তারা। নির্দেশ কার্যকর করে শুক্রবার রাত থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে টেলিনর। যোগাযোগ করা হলে এ বিষয়ে মিয়ানমারের যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয়ের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি, তিনি অন্য আরেকজন মুখপাত্রের কাছে প্রশ্নগুলো পাঠিয়ে দেন যিনি ফোন কলের কোনো উত্তর দেননি, জানিয়েছে রয়টার্স। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।