Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মক্ষেত্রে যৌন সহিংসতা বন্ধে জাতিসংঘের নতুন চুক্তি পাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

কর্মক্ষেত্রে সহিংসতা ও নির্যাতন বন্ধে নতুন একটি চুক্তি পাস করেছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র বার্ষিক সম্মেলনের শেষদিন এ প্রস্তাব গৃহীত হয়। নারীদের ওপর যৌন হয়রানির প্রতিবাদে মি টু আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। এদিকে, কর্মক্ষেত্রে সহিংসতা ও নির্যাতন বন্ধে প্রস্তাব গৃহীত হওয়ায় তা স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রতিবাদের শুরুটা হলিউড থেকে। তাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০১৭ সালে হলিউড পরিচালক হার্ভে ওয়েন্সটেইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন এক নারী। সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাশ ট্যাগ মি টু›র মাধ্যমে প্রতিবাদ জানান বিভিন্ন দেশের নারীরাও। হলিউড, বলিউড ও বিনোদন মাধ্যম ছাড়াও যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া যায় প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাদার ব্যক্তির ক্ষেত্রেও। তবে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এবার ঐকমত্য হয়েছে জাতিসংঘের বিভিন্ন দেশ। শুক্রবার জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা আইএলও›র বার্ষিক সম্মেলনে কর্মক্ষেত্রে সহিংসতা ও নিপীড়ন বন্ধে প্রস্তাব আনা হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৪৩৯টি অন্যদিকে বিপক্ষে পড়ে সাতটি ভোট। রাশিয়া, সিঙ্গাপুর, এল সালভাদর, মালয়েশিয়া, প্যারাগুয়ে ও কিরগিস্তানের মতো দেশগুলো প্রস্তাবের পক্ষে ভোট দিলেও চুক্তির বিপক্ষে অবস্থান নেন মালয়েশিয়া ও বেশ কিছু লাতিন আমেরিকার দেশের মালিক প্রতিনিধি। জাতিসংঘ প্রস্তাবিত চুক্তিটির বাস্তবায়ন হলে শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত সম্ভব হবে বলে জানান আইএলও প্রধান। আই এল ও প্রধান গাই রাইডার বলেন, আমাদের এই সম্মেলনের মূল সুপারিশের মধ্যে সবার অধিকার রক্ষা করা হয়েছে। চুক্তিটির আওতায় প্রত্যেকের জন্য সহিংসতামুক্ত কর্মপরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকে সে সুপারিশও আমরা করেছি। এদিকে, কর্মক্ষেত্রে সহিংসতা বিরোধী প্রস্তাব গৃহীত হওয়ায় সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তোনিও গুতেরেস বলেন, ঐতিহাসিক এই প্রস্তাবটি পাস হওয়ায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের সমস্যাগুলো দিনে দিনে জটিল হয়ে উঠছে। সেই অনুযায়ী আমরা যৌথ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছি। গণমানুষের এজেন্ডা বাস্তবায়নে আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সংস্থাটির উদ্যোগকে আমি আবারো স্বাগত জানাই। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ