মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজেদের বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারের সুরক্ষায় ওমান উপসাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ভারতের নৌবাহিনী। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে গত দেড় মাসে তেলবাহী ট্যাংকারে একাধিক বিস্ফোরণের পর যুদ্ধজাহাজ পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি। শুক্রবার ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আইএনএস চেন্নাই এবং টহল জাহাজ আইএনএস সুনয়নাকে ওমান ও পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে। অপারেশন সংকল্প নামে সামুদ্রিক নিরাপত্তার এই অভিযানে নজরদারি বিমানও পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। এসব যুদ্ধজাহাজ ঠিক কোথায় মোতায়েন করা হচ্ছে বা কখন তা ওমান উপসাগরে পৌঁছাবে সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি ভারত। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি নিয়ে তেহরান-ওয়াশিংটন উত্তেজনার মধ্যে গত ১২ আমিরাতের ফুজাইরা বন্দরে চারটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করে বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ১৩ জুন ওমান উপসাগরে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ হয়। এসব বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এরইমধ্যে বৃহস্পতিবার নিজেদের আকাশসীমায় ঢুকে পড়ার দাবি করে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে তেহরান। এই ঘটনার পর নতুন করে দুই দেশের উত্তেজনা বেড়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।