Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের আমরা যথাসম্ভব সাহায্য করব : মাহাথির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৬:৪৮ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছেন যে, মালয়েশিয়াতে যে সব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, তাদেরকে তিনি সাহায্য করবেন। মিয়ানমার থেকে বহিষ্কৃৃত রাষ্ট্রহীন সংখ্যালঘু গোষ্ঠিটির বিরুদ্ধে ‘নির্যাতন বন্ধে’ ভূমিকা রাখার জন্য দক্ষিণপূর্ব এশিয়ার নেতাদের প্রতি জোর দাবি জানান তিনি। গত বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশান অব সাউথইস্ট এশিয়ান নেশান্সের (আসিয়ান) বৈঠকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সমর্থন করায় মিয়ানমারের বেসারমিক নেতা অং সান সু চি’র কড়া সমালোচনা করেছিলেন মাহাথির মোহাম্মদ। সু চির প্রতি তার সমালোচনা ছিল খানিকটা প্রথাবিরুদ্ধ, কারণ ১০ দেশের এই সংস্থাটি সাধারণত পরস্পরের সাথে বিবাদ এড়িয়ে চলে। কিন্তু এ অঞ্চলে আবার সঙ্কট মাথাচাড়া দিয়েছে এবং দেশ থেকে বিতাড়িত রোহিঙ্গারা নৌকাতে করে সাগর পাড়ি দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আশ্রয় নেয়ার চেষ্টা করছে। আসিয়ান সম্মেলনের আগে শুক্রবার মাহাথির প্রতিশ্রুতি দেন যে, যেসব রোহিঙ্গারা মালয়েশিয়ায় পৌঁছার চেষ্টা করবে, তাদেরকে সহায়তা দেয়া অব্যাহত রাখবেন তিনি। ব্যাংককে ব্যবসায়ী ফোরামের ফাঁকে ৯৩ বছর বয়সী এই প্রধানমন্ত্রী বলেন, “তারা শরণার্থী। তাদের সাহায্য করার জন্য যথাসম্ভব চেষ্টা আমরা করবো”। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ