Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে চীনের সাফ জবাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৬:৪৮ এএম

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যেসব দেশ স্বাক্ষর করেনি, নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া পরমাণু সরবরাহ গোষ্ঠীতে (এনএসজি) তাদের অন্তর্ভুক্তি নিয়ে কোন আলোচনা হবে না, শুক্রবার এমনটাই জানাল চীন। ২০১৬-এর মে’তে পরমাণু সরবরাহ গোষ্ঠীতে (এনএসজি) অন্তভুর্ক্তির জন্য আবেদন করে ভারত, তারপর থেকেই চীন বলে আসছে, যে সব দেশ এনপিটি-তে স্বাক্ষর করেছে, একমাত্র তাদেরই পরমাণু সরবরাহ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হবে। এনএসজি’র বর্তমান সদস্য ৪৮টি। ভারত ও পাকিস্তান কেউই এনপিটি-তে স্বাক্ষর করেনি। ২০১৬-এ পরমাণু সরবরাহ গোষ্ঠীতে অন্তর্ভুক্তির জন্য পাকিস্তানও আবেদন করে। ২০-২১ জুন কাজাখস্তানের আস্তানায় এনএসজি প্লেনারি বৈঠক অনুষ্ঠিত হয়। তাই এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে চীনের অবস্থান পাল্টেছে কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে বেইজিংয়ে চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র লু কাং সাংবাদিকদের বলেন, “উপযুক্ত পরিকল্পনায় পৌঁছানো” ছাড়া যে সমস্ত দেশ এনপিটি চুক্তিতে সাক্ষর করেনি, তাদের নিয়ে কোন আলোচনা হবে না। তিনি বলেন, ভারতের অন্তর্ভুক্তি নিয়ে কোনও আলোচনা হবে না। পাশাপাশি বিষয়টি নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে একমত হওয়ার সময়সীমাও জানাননি তিনি। তাদের তরফে বলা হয়েছে, বেইজিং ভারতের অন্তর্ভুক্তি আটকে রাখেনি, শুধু চায় যাতে এনএসজি-এর নিয়ম এবং পদ্ধতি মানা হয়। চীনা মুখপাত্র আরও বলেন, কোনও নির্দিষ্ট সদস্য আটকে রাখেনি। পরমাণু সরবরাহ গোষ্ঠীতে নির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং নিয়মকানুন মেনেই সিদ্ধান্ত নেয় গ্রুপের সদস্যরা। আমি যতদূর জানি, প্লেনারি বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এনপিটির সদস্য নয় এমন দেশ এবং সে বিষয়ে রাজনৈতিক ও আইনি দিকগুলো নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, নির্দিষ্ট পরিকল্পনায় পৌঁছানোর আগে, যে সমস্ত দেশ এনপিটি চুক্তিতে সাক্ষর করেনি, এনএসজি-তে তাদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হবে না। তাই ভারতের অন্তর্ভুক্তি নিয়ে কোনও আলোচনা নয়। সাউথ এশিয়ান মনিটর।



 

Show all comments
  • Kamal Hasan ২৩ জুন, ২০১৯, ১১:৪২ এএম says : 0
    i think they are take perfect decision
    Total Reply(0) Reply
  • MAHMUD ২৩ জুন, ২০১৯, ৬:০৮ পিএম says : 0
    Wel come CHINA.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ