Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

উত্তেজনায় চীনের উদ্বেগ প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৬:৪৮ এএম

পারস্য উপসাগর এবং ওমান সাগরে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি বলেছে, বেইজিং এমন যেকোনো ভুল পদক্ষেপের বিরোধী যার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় নেমে আসতে পারে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালেয়ের মুখপাত্র লু ক্যাং শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ইরান ও আমেরিকাকে সংযম ও ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে যেকোনো মতবিরোধ পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে। তিনি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সম্মান জানাতে সব দেশের প্রতি আহŸান জানান। বৃহস্পতিবার সকালে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর তেহরান সেটিকে গুলি করে ভূপাতিত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার মধ্যে মার্কিন ড্রোনের ইরানের আকাশসীমা লঙ্ঘন করার এ ঘটনা পারস্য উপসাগরে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ