রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরার দেবহাটায় কলেজ ছাত্রীর বাবার কান ছিঁড়ে নেওয়ার ঘটনায় বখাটে আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে দেবহাটার সখিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বখাটে আবু জাফর (২৫) দেবহাটা থানা ছাত্রলীগের সহ-সভাপতি। সে উপজেলার ঘলঘলিয়া গ্রামের রিয়াজুল সরদারের ছেলে। এদিকে, এমন কান্ড ঘটনার পরই তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক এএইচ সোহাগ বখাটে এই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে দুই সদস্যের তদন্ত টিম গঠন করেছেন।
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কান হারানো বাবা আজিজুল ইসলাম খোকন জানান, দেবহাটা সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ুয়া তার মেয়েকে উত্যক্ত করে আসছিলো বখাটে আবু জাফর। মেয়েকে উত্যক্ত না করতে ও পিছু না নেওয়ার জন্য আবু জাফরকে নিষেধ করা হয়। এতে সে ক্ষিপ্ত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘলঘলিয়া বাজারে যাওয়ার পথে বখাটে আবু জাফর তার উপর আতর্কিত হামলা চালায়। এবং তার বাম কান দাঁত দিয়ে কামড়ে ছিড়ে নেয় ওই বখাটে ছাত্রলীগ নেতা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।