রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সংবাদ সম্মেলন করে কেশবপুর উপজেলা আ.লীগ ৪ টি ইউনিয়ন আ.লীগের আহবায়ক কমিটি ঘোষণাসহ পৌর আ.লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। গত শুক্রবার বিকেলে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নে আব্দুল আলিম ওরফে বাবলু বিশ্বাসকে আহবায়ক, ৪ নম্বর বিদ্যানন্দকাটী ইউনিয়নে বি এম ইব্রাহিম হোসেনকে আহবায়ক, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে জি এম হোসেন আলীকে আহবায়ক ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে মো. ওবাইদুর রহমান ওরফে ওহাবকে আহবায়ক করে প্রত্যেক ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট আ.লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
পাশাপাশি পৌর আ.লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা কমিটির ঘোষণা ও বিলুপ্ত করার পর বলেন, উপজেলার বৃহত্তর ২টি ইউনিয়ন যথাক্রমে ত্রিমোহিনী ও বিদ্যানন্দকাটী ইউনিয়ন বিভাজ করে ৪ টি নব-গঠিত ইউনিয়ন হওয়ায় বৃহত্তর ইউনিয়ন আ.লীগের কার্যনির্বাহী কমিটির কার্যকারীতা না থাকায় দীর্ঘদিন নব গঠিত ৪ টি ইউনিয়ন আ.লীগের কার্যক্রম ব্যহত হওয়ায় যশোর জেলা আ.লীগের পরামর্শ ও নির্দেশ ক্রমে নব-গঠিত ওই ৪টি ইউনিয়নে আগামী ৩ মাসের জন্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। অপর দিকে গত ১৮ বছর পৌর আ.লীগের আহবায়ক কমিটি কাউন্সিল করতে ব্যর্থ হওয়ায় গঠনতন্ত্রের নির্বাহী ক্ষমতা বলে কেশবপুর পৌর আ.লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।