বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে একটি চুরির মামলায় বাবা ফরিদ উদ্দিন খাঁন ও মা নুর ভানুর সঙ্গে জেল হাজতে যেতে হচ্ছে তাদের ২ বছরের মেয়ে মারিয়াকেও। শুক্রবার রাতে পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে শিশু মারিয়ার বাবা-মাকে গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ। পরে শনিবার সকালে তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে সখিপুর থানা পুলিশ। পিতা-মাতার অপরাধে তাদের সাথে অবুঝ ২বছরের মেয়ে মারিয়াকেও কারাগারে যেতে হয়েছে। জানা যায়, পৌরশহরের ৫নম্বর ওয়ার্ডের মো. ওয়াদুদ হোসেনের বাসায় কাজের ভুয়া হিসেবে কাজ করতেন নুর ভানু। নুর ভানু ওই বাসার আলমারির তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে। পরে চুরি করা মালামাল তার স্বামীর মাধ্যমে বিক্রি করেছে বলে এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনকেই আসামী করে ওয়াদুদ হোসেন বাদী হয়ে থানায় চুরির মামলা করে। পরে সখিপুর থানা পুলিশ স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেফতার দেখিয়ে তাদের সাথে দুই বছরের অবুঝ শিশু মারিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়। সখিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.আমির হোসেন বলেন, ২ বছরের শিশু মারিয়া এ মামলার আসামী নয়। তার বাবা-মা চুরির মামলায় এজাহারভুক্ত আসামি। আমরা বিজ্ঞ আদালতকে আসামীদের সাথে মায়ের বুকের দুগ্ধপোষ্য ২ বছরের একটি শিশু রয়েছে বলে অবগত করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।