Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারী যান চলাচলে নাসিরনগর-ফান্দাউক-রতনপুর আঞ্চলিক সড়কে মরণ ফাঁদ

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:১৭ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের ভারী যানবাহন চলাচলে সরাইল- নাসিরনগর-ফান্দাউক-রতনপুর আঞ্চলিক সড়কের প্রতিটি সেতু মরণ ফাঁদে পরিণত হয়েছে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুর সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। যে কারণে সেতুর ওপর দিয়ে সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার রাত আটটার দিকে সওজ এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ এবং নাসিরনগরের ফান্দাউক-রতনপুর আঞ্চলিক সড়ক ব্যবহার করতে বলা হয়। এদিকে নাসিরনগরের ফান্দাউক-রতনপুর আঞ্চলিক সড়কে কয়েক ঘন্টার ভারী যান চলাচলের কারণে, অন্তত ৮-১০ জায়গায় সেতুর দুই পাশের রেলিং ভেঙে মরণ ফাঁদ তৈরী হচ্ছে প্রতিটি ব্রীজ ও রাস্তার পাশে । সরেজমিনে দেখা গেছে সরু এ সড়কে বালু ভর্তি ভারী ড্রাম ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন এ রাস্তা দিয়ে বর্তমানে ছোট যানবাহন চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে দিবা-রাত্রি শত শত ট্রাক-বাস ,লড়ি,অটো হুইলার চলাচলের কারণে রাস্তার বিভিন্ন স্থানে দেবে কার্পেটিং সরে সড়কে বড়বড় গর্ত হয়ে যাচ্ছে। বর্তমানে ছোট ছোট যানবাহন সিএনজি, টমটম, অটোরিক্সা, মোটরসাইকেল এমনকি সাধারণ মানুষও পায়ে হেঁটে চলাচল করতে পারছে না। এদিকে রাস্তা সরু হওয়ায় দু‘টি গাড়ি ক্রসিং হওয়ার সময় চাকা দেবে গিয়ে গাড়ি আটকে সরাইল থেকে নাসিরনগর হয়ে ফান্দাউক পর্যন্ত ভারী যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। রাস্তার অনেক জায়গায় ফাটল দেখা গিয়েছে স্থানীয় সিএনজি অটোরিকশা চলাচল এবং মানুষ চলাচলেও দুর্ভোগ পোহাতেে হচ্ছে। যেকোন সময় মারাত্বক দূর্ঘটনার কবলে পরবে বলে আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ