Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফরিদপুরে সোয়া তিন লাখ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে

ফরিদপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১১:৫৩ এএম

“ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ স্লোগানে শনিবার সকাল থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০১৯ এর আওতায় ফরিদপুরের শিশুদের টিকা খাওয়ানো শুরু হয়েছে।

সকালে ফরিদপুরে জেনারেল হাসপাতালে শিশুদের টিকা খাইয়ে কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ উষা রঞ্জন চক্রবর্তী, আরএমও ডাঃ গনেশ কুমার আগরাওল, ডাঃ ওবায়ুদর রহমান, ডাঃ আবু আহমেদ আব্দুল্লা, ওয়ার্ড মাষ্টার আরিফুল ইসলাম, অফিস সহকারী জাকির হোসেন প্রমুখ।

ফরিদপুরের সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, ফরিদপুর জেলার নয় উপজেলার মোট সোয়া তিন লাখ শিশুকে দুই হাজার একশ’ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তিনি জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৫ শত ৪৫ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৮৩হাজার ৩শত ১৮জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ