Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কোপায় ভিএআর বিতর্ক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ১২:৩১ এএম


 আরো নির্ভুল ও বিতর্কমুক্ত সিদ্ধান্ত নেয়ার জন্য রেফারিদের সাহায্যার্থে ফুটবলে যুক্ত হয়েছে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর বা ভার)। কিন্তু সেই ভারই এখন উল্টো বিতর্কে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরে উরুগুয়ে ও জাপানের মধ্যকার সি গ্রæপের ২-২ ড্র ম্যাচে এমন বিতির্কিত সিদ্ধান্ত দেন রেফারি। ম্যাচে দুই বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়ায় প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। লুইস সুয়ারেজের পেনাল্টি গোলে প্রথমে সমতায় ফেরে উরুগুয়ে। ভারের সহায়তা নিয়েই উয়েদার বিরুদ্ধে এডিনসন কাভানিকে পেনাল্টি বক্সে ফাউল করার অভিযোগে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু বাস্তবিক অর্থে এ সময় কোনো ফাউলই হয়নি। বিরতির পর মিওসি আবারও দলকে এগিয়ে নেয়ার সাত মিনিট পর দর্শনীয় হেডে তা পরিশোধ করেন হোসে জিমেনেজ। শেষ ম্যাচে ইকুয়েডরকে হারাতে পারলে শেষ আটের সম্ভবনা টিকে থাকবে জাপানের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ