মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানসহ এই অঞ্চলের সব দেশের সাথে মসৃণ সম্পর্ক গড়ার ব্যাপারে নিজের আকাক্সক্ষা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে লেখা এক চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ভারত এ অঞ্চলের শান্তি ও উন্নয়ন চায়। জনগণ ও শান্তির উন্নয়নকে ভারত সবসময় প্রাধান্য দিয়েছে। পাকিস্তানও এ ধরনের মানসিকতা দেখিয়েছে’।
মোদির চিঠিতে আরও বলা হয়েছে, ‘আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির স্বার্থে ভারত পাকিস্তান এবং এ অঞ্চলের অন্যান্য দেশের সাথে আলোচনার জন্য প্রস্তুত’।
মোদি জোর দিয়ে বলেন যে, ভারতের কাছে জনগণ এবং জনগণের কল্যাণের বিষয়টি সবসময় প্রাধান্য পাবে। ভারতের প্রধানমন্ত্রী তার চিঠিতে লিখেছেন, ‘অর্থপূর্ণ সংলাপ শুরুর জন্য, সন্ত্রাসবাদের ইস্যুটির সমাধান হতে হবে’।
সূত্র জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘খুব শিগগিরই’ আনুষ্ঠানিকভাবে মোদির চিঠির জবাব দিবেন।
পাকিস্তান কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত এসসিও সম্মেলনের ফাঁকে আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভারতীয় পক্ষ এ ব্যাপারে সীমাবদ্ধতা প্রকাশ করে এবং ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে যারা সন্ত্রাস চালাচ্ছে, সেই সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে সন্তোষজনক পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানায়। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।