Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রেজ নিয়ে বিপাকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

ভারত-পাকিস্তান ক্রিকেট খেলা দেখতে গিয়ে আইনি প্যাঁচে পড়লেন জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। খেলা শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন তিনি। প্রত্যেকের সঙ্গে ছবিও তোলেন। হার্দিক পান্ডিয়ার সঙ্গে তোলা ছবি শেয়ারের সময় ক্যাপশনে রণবীর একটি জনপ্রিয় ফ্রেজ কিছুটা পরিবর্তন করে ব্যবহার করেন। ফ্রেজটি হচ্ছে ডব্লিউ ডব্লিউ ই তারকা ব্রক লেন্সারের, ‘ইট, স্লিপ, কঙ্কুয়্যর, রিপিট।’ রণবীর লিখেছিলেন, ‘ইট, স্লিপ, ডমিনেটস রিপিট।’ সেটাই চোখে পড়ে ব্রক লেন্সারের আইনজীবী পল হেম্যানের। সঙ্গে সঙ্গে তিনি উকিল নোটিশ পাঠিয়েছেন অভিনেতাকে। বলেছেন, ‘জনপ্রিয় ফ্রেজকে নিজের মতো করে পাল্টে দেওয়া অপরাধ! তাকে ক্ষমা চাইতে হবে এর জন্য!’
রণবীরের পোস্টটি দেখে হেম্যান রেগে মামলা করার হুমকিও দিয়েছেন। কপিরাইট আইন ভাঙার অভিযোগে রণবীরের বিরুদ্ধে আইনি চিঠি পাঠান। পাশাপাশি তাকে ব্রকের ম্যানেজার বলার জন্যও হুমকি দেন। বলেন, তিনি কোনোভাবেই ব্রকের ম্যানেজার নন। আইনজীবী। এবং বিশ্বের ইতিহাসে তিনি সেরা আইনজীবীদের মধ্যে অন্যতম। তাই তিনি হুমকি দেন না। সরাসরি নোটিশ পাঠান। এর আগেও পল হেম্যান একইভাবে একই কারণে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ভারতের ক্রিকেট তারকা এম এস ধোনিকে। সূত্র : ইন্ডিয়া টুডে।



 

Show all comments
  • Arindam Dey ২২ জুন, ২০১৯, ১:০৯ এএম says : 0
    যারা রানভীর কে অপছন্দ করেন বা যারা রানভীর সিং কে গালিগালাজ করছেন তাদেরকে একটা কথাই বলতে চাই।এর জন্য যোগ্যতা লাগে। বাকিদের মত ও বাবার নামে বলিউডে আসিনি, নিজের যোগ্যতায় এসেছে ও নিজের নাম করেছে। বলাবাহুল্য হিন্দি সিনেমাতে বর্তমান জেনারেশন এর মধ্যে রণবীর সিং যথেষ্ট প্রভাব ফেলেছে ওর অ্যাক্টিং দক্ষতায়। বাজিরাও মাস্তানি'তে পেশোয়া বাজিরাও এর ক্যারেক্টার আর পদ্মাবতে আলাউদ্দিন খিলজির ক্যারেক্টার রানবির সিং যেভাবে নিভিয়েছে আমার মনে হয় না অন্য কেউ তাকে রিপ্লেস করতে পারবে। এত অল্প সময়ের মধ্যে এত স্টার্টডাম বলিউডে আর কোনো এক্টর পাইনি। ওর কাছে এখন বড় বড় প্রোডাকশন হাউজের বড় বড় মুভি আছে ‌। কিন্তু তবুও ও শাহরুখ সালমানের মতো অহংকার সুলভ আচরণ ছেড়ে একদম নরমাল মানুষের মত চলাফেরা করছে। এত ডাউন অফ আর্থ একটা সুপারস্টার কি করে হতে পারে সেটাও আমি ভাবি। এইজন্যই নিউ জেনারেশন বলিউড কে একটা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে‌। তাই অন্যের সাফল্যে হিংসা না করে তাকে অ্যাপ্রিশিয়েট করুন। আর না হলে কচু গাছে গলায় দড়ি দিন। আপনাদের মত মানুষদের এই সমাজের কোনো প্রয়োজন নেই। হাট বোকাচোদা একটু বেশিই সম্মান দিয়ে কথা বলেছি তোদের সাথে
    Total Reply(0) Reply
  • New Rk ২২ জুন, ২০১৯, ১:০৯ এএম says : 0
    দীপিকা একে সহ্য করে কি করে
    Total Reply(0) Reply
  • Sudipta Chowdhury ২২ জুন, ২০১৯, ১:১০ এএম says : 0
    Beshi bokbok korle oi hoy.. Brock Lesnar my favourite..
    Total Reply(0) Reply
  • সৈকত ফকির ২২ জুন, ২০১৯, ১:১২ এএম says : 0
    যতত্সব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ