Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দি না বোঝায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

লোকসভায় গতকাল শুক্রবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতার সময় প্রায় সর্বক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। তা নিয়ে বিজেপির সাংসদরা তার প্রতি বিস্তর কটাক্ষ ছুড়ে দেন। তাদের অভিযোগ, রাষ্ট্রপতির পদকেও সম্মান দেখাননি রাহুল। তবে রাহুল নাকি আসলে রাষ্ট্রপতির কঠিন হিন্দি না বোঝায় গুগল দিয়ে মানে বোঝার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন এক কংগ্রেস নেতা।
মোবাইল নিয়ে রাহুলের ব্যস্ত থাকার বিষয়ে বিজেপির রাজীবপ্রতাপ রুডি বলেন, ‘রাহুল যে রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়েছেন, তা স্পষ্ট। রাষ্ট্রপতির পদকেও সম্মান দেখালেন না তিনি।’ রাহুলের পিছনে বসে থাকা এক নেতা বলেন, ‘চক্রবর্তী রাজাগোপালাচারীর ছবি চিনতে পারেননি রাহুল। জিজ্ঞাসা করছিলেন, কার ছবি?’
এর জবাবে কংগ্রেসের সাংসদ আনন্দ শর্মা দাবি করেন, রাহুল মোটেই রাষ্ট্রপতিকে অসম্মান করেননি। বরং, তার বক্তব্য অত্যান্ত মনোযোগ দিয়ে শুনছিলেন। শর্মা বলেন, ‘রাষ্ট্রপতির বলা কঠিন হিন্দি শব্দ বুঝতে সমস্যা হচ্ছিল কংগ্রেস সভাপতির। তাই মোবাইলে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে মানে খুঁজে বক্তব্য বোঝার চেষ্টা করছিলেন তিনি।’ সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ