Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চাপের মুখে আসিয়ান নেতৃবৃন্দ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা চলতি সপ্তাহান্তের আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান গ্রহণের জন্য চাপের মুখে পড়েছেন। লাখ লাখ রোহিঙ্গা মুসলিমের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগের মুখে তারা সম্মেলনে অংশ নিচ্ছেন। শীর্ষ কূটনীতিকেরা আসিয়ান কো-অর্ডিনেটিং সেন্টার ফর হিউমেনিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অন ডিসিস্টার ম্যানেজমেন্টের প্রতিবেদন নিয়ে আলোচনা করতে চাচ্ছেন। উল্লেখ্য, রোহিঙ্গা সমস্যাটির সমাধান বের করার জন্য এই প্রতিবেদন প্রণয়ন করা হয়। সমস্যাটি এই অঞ্চলের মানবাধিকার রেকর্ডকে ম্লান করে দিচ্ছে। ওই প্রতিবেদনের ফাঁস হয়ে যাওয়া খসড়ায় রোহিঙ্গা মুসলিমদেরকে শান্তিপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের রূপরেখা দেয়া হয়েছে। এতে রাখাইন রাজ্যগুলোর জাতিগত সম্প্রদায়গুলোর মধ্যকার সম্পর্ককে ‘স্থিতিশীল’ হিসেবে অভিহিত করা হয়েছে। মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নৃশংসতাসহ লাখ লাখ রোহিঙ্গা কেন তাদের বাড়িঘর থেকে পালিয়ে গেল, তার মূল কারণ অগ্রাহ্য করার জন্য আসিয়ান পার্লামেন্টারিয়ান্স ফর হিউম্যান রাইটস ও মানবাধিকার গ্রুপগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে এই প্রতিবেদন। ইন্দোনেশিয়ার এমপি ও এপিএইচআরের বোর্ড সদস্য ইভা সুন্দারি বলেন, মিয়ানমারের নৃশংসতার প্রতি চোখ বন্ধ করে থাকার অবসান ঘটানো প্রয়োজন আসিয়ানের। মিয়ানমারের নেতা অং সান সু চির ব্যাংককে অনুষ্ঠেয় সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে। আসিয়ান নেতারা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা, দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন। রাখাইন থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে নৃশংসতার মাধ্যমে বাধ্যতামূলকভাবে উৎখাত নিয়ে নীরবতা অবলম্বনের জন্য আসিয়ান নেতারা দীর্ঘ দিন ধরে সমালোচিত হচ্ছেন। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ