Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৃশংস কাজের স্বীকারোক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

নাইরোবির এক কুখ্যাত অপরাধীর স্বীকারোক্তি শুনে স্তম্ভিত হয়ে পড়েছে কেনিয়ার পাশাপাশি গোটা বিশ্ব। স¤প্রতি কেটিএন নিউজ কেনিয়া চ্যানেলে এক সাক্ষাৎকার দেয় বোনিফেস কিমানিয়ানো নামে এই অপরাধী। সেখানে সে জানায়, নারীদের স্তন কেটে নিয়ে বিক্রি করত সে। প্রায় দু’বছর ধরে সে এই নৃশংস কাজ করেছে। ইউটিউবে ৯ জুন সাক্ষাৎকারটি আপলোড হয়েছে। এতে কী ভাবে টোপ দিয়ে নারীদের ফাঁদে ফেলে তাদের স্তন কেটে বিক্রি করত কিমানিয়ানো ও তার দল তা বর্ণনা করেছে সে। কিমানিয়ানো জানিয়েছে, তারা দলবদ্ধ ভাবে কাজ করত। টার্গেট ছিল মূলত যৌনকর্মীরা। নাইরোবির বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেড়াত। তবে তাদের বেশিরভাগ অপকর্ম হত কইনাঙ্গি স্ট্রিট এলাকায়। প্রথমে তারা কোনও যৌনকর্মীকে টোপ দিতো। সে ফাঁদে পড়লেই তাদের গোপন জায়গায় নিয়ে গিয়ে, ফ্লেক্সর নামে এক রাসায়নিক দিয়ে অচেতন করে দেওয়া হতো। ফ্লেক্সর পেশির যন্ত্রণা উপশমের কাজে ব্যবহার হয়। এই ফ্লেক্সরের বেশি প্রয়োগে অজ্ঞান হয়ে যেতেন ওই যৌনকর্মীরা। তারপর তাদের স্তন কেটে নেয়া হতো। নির্দিষ্ট জায়াগায় গিয়ে স্তনগুলি হস্তান্তর করা হতো। স্তনগুলি ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার কেনিয়ান শিলিং-এ (বাংলাদেশি টাকা যা প্রায় ১ লাখের কাছাকাছি) বিক্রি হত। অর্থের পরিমাণ নির্ভর করত স্তনের মাপের ওপর। স্তন বড় হলে দামও বেশি মিলত। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ