Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো উত্তাল হংকং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

প্রত্যর্পণ বিল সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে হংকং। শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী কালো টি-শার্ট পরে পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের অধিকাংশই শিক্ষার্থী। ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে তারা হংকংয়ের পার্লামেন্ট ভবনের বাইরে অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ শহরের আর্থিক প্রাণকেন্দ্রের কাছের সড়কগুলোতে প্রতিবন্ধক দেওয়ার চেষ্টা করেছে। এর ফলে সকালেই শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা বিলটি বাতিলের পাশাপাশি গত কয়েক সপ্তাহে গ্রেফতারকৃত আন্দোলনকারীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিবিসি জানিয়েছে, কয়েক হাজার বিক্ষোভকারী শহরের পুলিশ সদর দপ্তরের বাইরে অবস্থান নিয়েছে। পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। তবে বিক্ষোভকারীরা এতে সাড়া দেয়নি। বিক্ষোভকারীদের একজন ১৭ বছরের শিক্ষার্থী চ্যান প্যাক-ল্যাম বলেন, ‘আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করতে চাই। আমরা আইনটি প্রত্যাহার চাই, স্থগিত নয়। আমি আজ রাত ১০ পর্যন্ত এখানে অবস্থান করতে পারি। সরকার সাড়া না দিলে আমরা আবারও আসব।’ ব্যাপক আন্দোলনের মুখে গত মঙ্গলবার বিতর্কিত প্রত্যর্পণ বিল ইস্যুতে ক্ষমা চান চীনপন্থি হিসেবে পরিচিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। তবে ল্যাম বিক্ষোভকারীদের সম্পূর্ণ দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানো, প্রত্যর্পণ বিল সম্পূর্ণ প্রত্যাহার কিংবা বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষমা চাওয়ার দাবি তিনি প্রত্যাখ্যান করেন। প্রসঙ্গত, বিতর্কিত এই প্রত্যর্পণ বিলটিতে অপরাধীদের বিচারের জন্য চীনের কাছে প্রত্যর্পণের বিধান রাখা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এই আইনটি চীনকে তার রাজনৈতিক বিরোধীদের হংকং থেকে বেইজিংয়ে নেওয়ার সুযোগ করে দেবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ