Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিমাচলে খাদে বাস, নিহত ৪৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

ভারতের হিমাচল প্রদেশে একটি বাস গিরিখাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহতও হয়েছেন অনেক। বৃহস্পতিবার প্রদেশের কুল্লু জেলায় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, ওই বাসে ৬০ জন যাত্রী ছিলো। কয়েকজন ছাদেও বসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে যায়। খবরে বলা হয়, বৃহস্পতিবার একটি বাস হিমাচলপ্রদেশের বানজার থেকে গাদাগুশানি এলাকায় যাচ্ছিল। কিছুটা যাওয়ার পর বিকেল চারটার সময় তহশীল বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে ৫০০ মিটার নিচে থাকা খাদে। সাথে সাথে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে ১২ জনের বেশি নারী, সাতজন শিশু, পাঁচ থেকে ছয়জন কিশোরী ও ১০ জন যুবককে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করেন। কুল্লুর পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী জানান, বানজার এলাকা থেকে ৬০ জনের বেশি যাত্রী নিয়ে গাদাগুশানি যাচ্ছিল বাসটি। কিছুটা দূর যাওয়ার পরে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ