মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা ‘মহা বিপর্যয়’ ডেকে আনবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে তখন এ সতর্কবাণী উচ্চারণ করলেন পুতিন। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে সরাসরি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে কম যে পরিণতি বয়ে আনবে তা হচ্ছে মহাবিপর্যয়। এর ফলে ব্যাপকভাবে যে সংঘাত ছড়িয়ে পড়বে তার পরিণতি কল্পনা করাও সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে মধ্যপ্রাচ্যে এ উত্তেজনা সৃষ্টি হয়। পুতিন তার সাক্ষাৎকারে আরো বলেন, ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে এবং এ বিষয়টি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত তার ১৫টি প্রতিবেদনে নিশ্চিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন বলেও অভিহিত করেন। সা¤প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে আমেরিকা। সেইসঙ্গে গত সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ অঞ্চলে আরো এক হাজার সেনা পাঠানো হবে বলে জানিয়েছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।