Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে জড়াতে চান না রাহুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৭ এএম

না, তিনি আর দলের সভাপতি থাকতে চান না। ফের জানিয়ে দিলেন ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি তার আগের সিদ্ধান্ত একটুও বদলাননি, বুঝিয়ে দিয়ে রাহুল এও জানিয়েছেন, দলের শীর্ষ পদে তিনি আর থাকতে রাজি নন বলেই পরবর্তী সভাপতি বেছে নেয়ার প্রক্রিয়াতেও নিজেকে জড়াতে চান না, জড়াবেন না। তাতে কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে না। লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই রাহুল ঘোষণা করেন তিনি আর দলের সভাপতি পদে থাকতে চান না। তাঁর পর দলীয় নেতৃত্বের তরফে বারবার চেষ্টা করা হয় তাকে বোঝানোর, যাতে তিনি সিদ্ধান্ত বদলান। কিন্তু এনডিটিভিকে দেওয়া সাক্ষাত্কারে রাহুল বুঝিয়ে দিলেন, তিনি বদলাননি। তাঁর আগের সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনা করেননি। করতে চানওনা। কংগ্রেস ওয়ার্কিং কমিটি অবশ্য এখনো রাহুলের সিদ্ধান্ত মেনে নেয়নি। সরকারিভাবে কোনো ঘোষণাও হয়নি। কেন পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় থাকতে চান না, জানতে চাওয়া হলে রাহুল বলেছেন, ‘এই প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতার প্রয়োজন সবচেয়ে বেশি। সেটাই বাঞ্ছনীয়। আমি ওই প্রক্রিয়ায় (সভাপতি নির্বাচন) জড়িয়ে পড়তে চাই না। তাতে বিষয়টা জটিল হয়ে যাবে। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার, তা দলই নেবে। তা কারো ব্যক্তিগত বিষয় হতে পারে না।’ এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ