Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাগারে মোস্তফা গ্রুপের চেয়ারম্যান

খেলাপি ঋণের মামলা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৭ এএম

খেলাপি ঋণের মামলায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পপতি হেফাজতুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মোস্তফা গ্রুপের চেয়ারম্যান।

গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন নগর পুলিশের এসি (প্রসিকিউশন) শাহাবুদ্দিন খান।

বুধবার সন্ধ্যায় তাকে নগরীর আগ্রাবাদে মোস্তফা গ্রুপের অফিসের সামনে থেকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।
থানার ওসি সদীপ দাশ বলেন, খেলাপি ঋণের জন্য বিভিন্ন ব্যাংকের দায়ের করা চারটি মামলায় অর্থঋণ আদালত থেকে হেফাজতুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ওই পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, মোস্তফা গ্রুপের অংশীদার হেফাজতুর রহমানের পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধেও আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। তাদের বিরুদ্ধে মোট ৩৭টি পরোয়ানা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোস্তফা গ্রুপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ