Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৭ এএম

রাজশাহীর কেশরহাট পৌরসভার গোপইল মহল্লায় গতকাল এ্যামি আক্তার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক ধরে বছর কযেক পূর্বে উপজেলার কেশরহাট পৌর এলাকার গোপইল গ্রামের মনসুরের ছেলে হাবিবুর রহমান হাবিলের সাথে বিয়ে হয় পোল্লাকুড়ি গ্রামের এনামুল হকের মেয়ে এ্যামি আক্তারের।
গত বুধবার রাতে এ্যামিকে বাড়িতে রেখে হাবিবুর এক জানাজায় যায়। এ সময় বাড়িতে এ্যামির বৃদ্ধ শ্বশুর ও প্রতিবন্ধী শাশুড়ি ছিলেন। জানাজা শেষে রাত সাড়ে ১১টার দিকে হাবিবুর বাড়ি ফিরে দরজা খোলার জন্য ডাকাডাকি করে এ্যামির কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলা হয়। ঘরে ঢুকে দেখে এ্যামির লাশ পড়ে আছে। হাবিবুরের দাবি এসময় এ্যামির কানে হেডফোন লাগানো ছিল এবং তার মোবাইল ফোনটি চার্জে দেয়া ছিল। সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।

মোহনপুর থানার ওসি জানান, মৃত এ্যামির বাম হাতের আঙ্গুলে এবং থুতনির নিচে আঘাতের চিহ্ন ছিল। সন্দেহ জনক কারণে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রহস্যজনক মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ