Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমের ট্রাকে ৬৯ কেজি গাঁজা গ্রেফতার ৩

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:১৩ এএম

আমের ট্রাকে পাওয়া গেল ৬৯ কেজি ভারতীয় গাঁজা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৭ চট্টগ্রামের কর্মকর্তারা জানান, বুধবার গভীর রাতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাককে থামার সঙ্কেত দিলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওবায়দুর রহমান (৩২), মো. জসিম (২৪), ও বাবুকে (২০) গ্রেফতার করা হয়। পরে ট্রাকের ভেতরে চালকের সিটের নিচে লুকানো ৬৯ কেজি গাঁজা উদ্ধারসহ উক্ত ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৪-৪০৯৩) জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমাস্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নানা কৌশলে ঢাকা এবং চট্টগ্রাম পাচার করে আসছিল। উদ্ধারকৃত গাঁজার মূল্য ছয় লাখ ৯০ হাজার টাকা এবং জব্দকৃত ট্রাকের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমের ট্রাকে গাঁজা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ