Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ হাজার মিটার জালসহ ইঞ্জিন বোট জব্দ

স্টাফ রির্পোটার রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:১৩ এএম

রাঙামাটির কাপ্তাই হ্রদে বেপরোয়া সিন্ডিকেটের মাধ্যমে বন্ধকালীন সময়েও বন্ধ হচ্ছেনা অবাধে মৎস্য শিকার। রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক চলতি বছরের গত পহেলা মে থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য সম্পদ আহরণ-বিপনন বন্ধ থাকলেও শহরের অদূরে উপজেলাগুলোর প্রত্যন্ত এলাকার ঘোনাগুলোতে অবাধে মা মাছ শিকারে বিভিন্ন ধরনের সুতার জাল ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার করছে অবৈধ মাছ আহরণকারীরা। স্থানীয় সচেতন এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে হ্রদে পাতানো বিশাল বড় জালসহ দেশীয় ইঞ্জিন বোট আটক করেছে রাঙামাটি বিএফডিসি কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জালসহ ইঞ্জিন বোট জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ