Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

এসিআই মটরস্ নিয়ে এলো সাতটি মডেলের ইয়ামাহা মোটরসাইকেল

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : এসিআই লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই মটরস্ বাংলাদেশে নিয়ে এলো সাতটি দারুণ মডেলের ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল। এ উপলক্ষে শনিবার হোটেল লা মেরিডিয়ান, ঢাকায় বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন মোটরসাইকেলের মডেলগুলো হল জনপ্রিয় ১৫০ সিসি ইঞ্জিনের এফজেডএস, ফেজার, এসজেডআরআর মডেলের ভার্সন ২.০ এবং ১২৫ সিসি ইঞ্জিনের স্যালুটো (ড্রাম ব্রেক) এবং স্যালুটো (ডিস্ক ব্রেক) সঙ্গে রয়েছে বøু-কোর ফুয়েল ইনজেকশন টেকনোলজি। এসিআই গ্রæপের চেয়ারম্যান এম আনিস উদ-দৌলার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাপানের ইয়ামাহা কোম্পানির গ্রæপ লিডার দাইজি মাতসুওকা এবং ইন্ডিয়া ইয়ামাহা মটর প্রা. লি. এর হেড অব ওভারসিজ সেলস হিদেতো কাওয়ামুরা। ভারতের জনপ্রিয় ইন্ডিয়ান আইডল প্রতিযোগী অন্বেষা দাস গুপ্তা, কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী সুজয় ভৌমিক এবং বাংলাদেশের জনপ্রিয় মডেল নায়লা নাঈমসহ আরও অনেকের পারফরমেন্স অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসিআই মটরস্ নিয়ে এলো সাতটি মডেলের ইয়ামাহা মোটরসাইকেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ