Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়ামাহা মোটরসাইকেল গ্রাহকদের জন্য ফ্রি সার্ভিস ক্যাম্পের আয়োজন করল এসিআই মটরস

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। এসিআই লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান এর সহযোগী প্রতিষ্ঠান হলো এসিআই মটরস্। এসিআই মটরস্ ইয়ামাহা মোটরবাইকারদের জন্য দিনব্যাপী এক ফ্রি সার্ভিস সেবা প্রদান করে। ফ্রি সার্ভিস ক্যাম্প নামে ইয়ামাহা মোটরসাইকেল গ্রাহকদের জন্য দিনব্যাপী এই ফ্রি সার্ভিস ক্যাম্পে তিন শতাধিক ইয়ামাহা মোটরসাইকেল বিভিন্ন সেবা গ্রহণ করে। এই ফ্রি সার্ভিসের মাধ্যমে বাইকারগণ খুব সহজে ওয়াশিং, পলিশিং, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এবং ইয়ামাহা ডায়াগনস্টিক টুলের সাহায্যে আর-১৫ ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বাইক টেস্ট করে ফিটনেস রিপোর্টসহ সকল সেবা ফ্রি নিতে পেরেছে। এছাড়া সকল অরিজিনাল খুচরা যন্ত্রাংশ রিটেইল মূল্যে বিক্রয় করা হয়। ক্যাম্পে বøু কোর টেকনোলজি এবং ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলের এসিআই মটরস লি: এর চিফ বিজনেস অফিসার মি. সুব্রত রঞ্জন দাস, জেনারেল ম্যানেজার আসিফ উদ্দিন, সহকারী প্রোডাক্ট ম্যানেজার রাজিব নূর, রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুল আলম, সার্ভিস ও স্পেয়ার পার্টস্ ম্যানেজার রবিউল হকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়ামাহা মোটরসাইকেল গ্রাহকদের জন্য ফ্রি সার্ভিস ক্যাম্পের আয়োজন করল এসিআই মটরস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ