পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশি বিদেশি দুই শ্রমিক নিহতের ঘটনায় গতকাল দ্বিতীয় দিনের মতো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বাইরে গতকালও বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়োজিত রয়েছে ৮ প্লাটুন বিজিবি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে বাংলাদেশি শ্রমিক সেলিম মোবাইলে জানান, বুধবার সভার সিদ্ধান্ত মতে তাদের জানানো হয়েছিল বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে, কিন্তু শুরু হয়নি। এদিকে গতকাল দিনে ও রাতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের পিছনের দিকের একটি অংশের দেয়াল টপকে আতঙ্কিত শ্রমিকদের অনেকেই চলে গেছেন বলে তিনি জানান। বর্তমানে বাংলাদেশি শ্রমিকদের চার হাজারের মধ্যে প্রায় ১ হাজার শ্রমিক ভিতরে অবস্থান করছেন।
এদিকে কেন্দ্রের সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার শাহমনি জিকো জানান, গত মঙ্গলবারের ঘটনার পর থেকে উভয় দেশের শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা উভয় পক্ষকেই স্বাভাবিক কাজে ফিরে আনার পরিবেশ তৈরি করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি মনে করেন এখানে একটি স্বার্থান্বেষী মহলের উস্কানিতে এ বিচ্ছৃঙ্খল ঘটনা ঘটেছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিয়মিত কোন শ্রমিক এ ঘটনা ঘটাতে পারেনা বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে বাহির থেকে হাজার লোক ভিতরে প্রবেশ করে চীনাদের উপর হামলা চালায়। ভিতরে প্রবেশ করে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় তারা অতিমূল্যবান এবং গুরুত্বপূর্ণ ১২টি ল্যাপটপ ও ১১টি ডেস্কটপসহ অনেক মূল্যবান ব্যবহার্য সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।
জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে আহŸায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে পুলিশের পক্ষ থেকে একটি এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আরো একটি তদন্ত কমিটি গঠন করেছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, তাকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট পুলিশের তদন্ত কমিটি গতকাল থেকে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে তদন্তে অনেক তথ্য পাওয়া গেছে বলে দাবি করে তিনি বলেন, ৫ কর্মদিবসের মধ্যে তারা রিপোর্ট প্রদান করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।