Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাই-মলিয়াইশ সড়কের নাজুক অবস্থা

মীরসরাই (চট্টগ্রাম) থেকে ইমাম হোসেন | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৮ এএম

মীরসরাই সদর থেকে মলিয়াইশ সড়কের বেহাল দশা বিরাজ করছে। গত কয়েক বছর ধরে এই সড়কের নাজুক পরিস্থিতি। প্রতিদিন চরম দুর্ভোগ পৌঁহাতে হচ্ছে সড়ক দিয়ে যাতায়াতকারী শত শত যাত্রীদের। এই সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী, সরকারি, বেসরকারি চাকুরীজীবি সহ কয়েক ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ চলাচল করে।

৫ কিলোমিটার দীর্ঘ মলিয়াইশ সড়কের পৌরসভা অংশে চলাচল করতে মানুষের ভোগান্তি শেষ নেই। সড়কের নাজির পাড়া থেকে বানাতলী পর্যন্ত অবশিষ্ট সড়ক ভালো থাকলেও এরপর মীরসরাই পৌরসদরের ৫, ৬, ৭ ও ৮ নংওয়ার্ডে অবস্থিত বটতল, কবির মেমোরিয়াল, কালামিয়ার দোকান এলাকার অন্তত দুই কিলোমিটার জুড়ে বড় বড় গর্ত, কোথাও কোথাও ধ্বংসে যাওয়া অংশে জনদূর্ভোগ অব্যাহত । এই অবস্থা গত ৫ বছর ধরে। অনেকে এই সড়ক বাদ দিয়ে বিকল্প সড়ক হিসেবে আবুতোরাব-বড়তাকিয়া সড়ক ও বামনসুন্দর দারোগাহাট-মিঠাছড়া সড়ক দিয়ে যাতায়াত করছে।

এই সড়কে নিয়মিত সিএনজি চালক অর্জুন দাস বলেন, সড়কের সদর থেকে নাজিরপাড়ার অবস্থা খুব খারাপ। এই অংশের জন্য গাড়ি চালাতে ইচ্ছে করে না। এতে করে তাড়াতাড়ি গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।

নিজামপুর সরকারী কলেজ শিক্ষার্থী সাজিদ উল্লাহ (২১) বলেন, ভাঙ্গাচোরা অংশ দিয়ে দিয়ে চলাচল করতে হয়। গত ০২ মে এই সড়কে চলাচলের সময় সিএনজি উল্টে আহত হয়ে মাথায় প্রচন্ডভাবে আঘাত পাই। খবর নিয়ে জানা যায় গত কয়েকদিনে প্রায় ২০ জন আহত হয়েছে এই সড়কে। যা এই সড়কের নিত্য নৈমত্তিক বিষয়। আবার বিকল্প কোন সড়ক না থাকায় এভাবেই চলছে প্রতিদিন।

এই জনদূর্ভোগের কখন অবসান হবে জানতে চাইলে মীরসরাইয়ের পৌর মেয়র গিয়াস উদ্দিন বলেন, এই রাস্তাটি বিশ্বব্যাংক এর প্রকল্পাধিন। পূর্বের ঠিকাদারকে বাতিল করে নতুন ঠিকাদার দেয়ার বিষয়টি প্রক্রিয়াধিন। বিশ্বব্যাংকের নির্ধারিত নিয়মের বাইরে যাবার সুযোগ পৌরসভার ও নেই বলে জানান তিনি। কিন্তু এখন জনমনে প্রশ্ন ঠিক এক বছর আগে ও তিনি বলেছিলেন পূর্বের ঠিকাদারের গাফেলতির কথা, আর তাই নতুন ঠিকাদার এর মাধ্যমে শীঘ্রই উন্নয়ন কাজ হবে। বছর পেরিয়ে যাবার একই প্রক্রিয়ার কথা বললেন । এখন জনগনের দাবী নিয়ম নীতির এই বেড়াজালের সকল প্রতিবন্ধতার অবসান ঘটিয়ে স্বাভাবিক সুস্থ জীবন যাবন ।

সুস্থভাবে যেন মীরসরাই উপজেলার এই রুটের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার যাত্রী স্বাভাবিক চলাচল ফিরিয়ে দেবার দাবী জানায় সংশিষ্ট বিভাগের কাছে। সর্বোপরী এই সংকট সমাধানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মীরসরাই এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কঠোর হস্তক্ষেপই সময়ের দাবী বলে মনে করেন বিজ্ঞ পর্যবেক্ষক মহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়কের অবস্থা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ