Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে ইউপি নির্বাচনের শেষ ধাপে আগামী ৪ জুন নাটোরের গুরুদাসপুর উপজেলায় ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছয় ইউনিয়নে ২৭ জন চেয়ারম্যান, ২৪৪ জন সাধারণ সদস্য ও ৭০ জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা প্রত্যেকেই নিজের বিজয় সুনিশ্চিত করার জন্য নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মাহবুবুল কবির জানান, উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে নাজিরপুর ইউনিয়নে মোঃ আইয়ুব আলী (নৌকা), ফিরোজ আহমেদ (ধানের শীষ), শওকত রানা লাবু (ঘোড়া), আব্দুস সামাদ (হাতপাখা), বিয়াঘাট ইউনিয়নে শাহজাহান আলী (ধানের শীষ), মিজানুর রহমান সুজা (ঘোড়া), মোজাম্মেল হক (নৌকা) ও সরোয়ার হোসেন (হাতপাখা), খুবজীপুর ইউনিয়নে মোঃ মহসীন আলী (আনারস), মনিরুল ইসলাম দোলন (নৌকা), দোরাপ আলী সরকার (ধানের শীষ) ও মোঃ নিজাম উদ্দিন (মোটরসাইকেল), মশিন্দা ইউনিয়নে মোস্তাফিজুর রহমান (নৌকা), আব্দুল বারী (ঘোড়া), আবুল কালাম আজাদ (ধানের শীষ), আফজাল ফকির (চশমা), ফরিদুল ইসলাম (আনারস), নজরুল ইসলাম (মশাল) ও খালেদ মাহমুদ হিরো (হাতুড়ি), ধারাবারিষা ইউনিয়নে মন্ডল মেহেদী হাসান (ঘোড়া), মনিরুজ্জামান হেনা (ধানের শীষ), আব্দুল মতিন (নৌকা) ও সাইফুল ইসলাম (আনারস) এবং চাপিলা ইউনিয়নে আলাল উদ্দিন ভুট্ট (নৌকা), আবু জাফর মিয়া (আনারস), জাফর ইকবাল নয়ন (ধানের শীষ) ও মোঃ মহিউদ্দীন (মোটরসাইকেল)সহ ২৭ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও নাজিরপুরে সাধারণ আসনে ৪৪ জন ও সংরক্ষিত আসনে ১৩ জন, বিয়াঘাটে সাধারণ আসনে ৪৮ জন ও সংরক্ষিত আসনে ১২ জন, খুবজীপুরে সাধারণ আসনে ৩১ জন ও সংরক্ষিত আসনে ৮ জন, মশিন্দায় সাধারণ আসনে ৪৬ জন ও সংরক্ষিত আসনে ১২ জন, ধারাবারিষায় সাধারণ আসনে ৩৪ জন ও সংরক্ষিত আসনে ১৩ জন, চাপিলায় সাধারণ আসনে ৪১ জন ও সংরক্ষিত আসনে ১২ জনসহ মোট ২৪৪ জন সাধারণ প্রার্থী ও সংরক্ষিত আসনে ৭০ জন প্রার্থী এবারের নির্বাচনী প্রতিদ্ব›িদ্বতায় অংশগ্রহণ করেছেন। প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়াও একটি ইউনিয়নে জাসদ, দুটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও একটি ইউনিয়নে ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তবে সরকারি দলের প্রতিটি ইউনিয়নে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকলেও অন্যান্য দলে একক প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য উপজেলার ৬টি ইউনিয়নে তিনজন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে নাজিরপুর ও চাপিলা ইউনিয়নের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, বিয়াঘাট ও খুবজীপুর ইউনিয়নের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং মশিন্দা ও ধারাবারিষা ইউনিয়নের জন্য উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবিরকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ৪ জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৬৪টি ভোটকেন্দ্রে ভোটদানে অংশগ্রহণ করা হবে। মোট এক লাখ ৩০ হাজার ৯২২ জন ভোটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ