Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৯, ১১:২১ এএম | আপডেট : ১১:৪৬ এএম, ২০ জুন, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে মানরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশী রাখাল নিহত হয়েছেন। নিহত মানারুল ইসলাম মনাকষা ইউনিয়নের তারাপুর এলাকার নুহ মন্নার ছেলে। বুধবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে তিনটার দিকে মানারুলসহ আরও ১০-১২ রাখাল মাসুদপুর সীমান্তের হারুনের বাগান দিয়ে এলাকায় যায়। এ সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে বুকে গুলি লেগে মারা যান মানারুল ইসলাম। পরে তার সহযোগিরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বিএসএফ’র গুলিতে মানারুলের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দাফনের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জানতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফের গুলিতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ