Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল মার্তার

ফিফা নারী বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ১১:২১ পিএম

বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকেও ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন ব্রাজিল নারী ফুটবল দলের ফরোয়ার্ড মার্তা।

ফ্রান্সে চলমান ফিফা নারী বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে মঙ্গলবার ইতালিকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠে ব্রাজিল। পেনাল্টি থেকে দলের একমাত্র জয়সূচক গোলটি করেন মার্তা। রেকর্ড ছয়বারের বর্ষসেরা এই নারী ফুটবলারের বিশ্বকাপে এটি ১৭তম গোল।

‘স্কার্ট পরা পেলে’ খ্যাত এই তারকার পঞ্চম বিশ্বকাপ এটি। চার বিশ্বকাপে অংশ নিয়ে ২৪ ম্যাচে ১৬ গোল করে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ক্লোসা। পাঁচ বার বিশ্বকাপে অংশ নিলেও মাত্র ১৯ ম্যাচেই তাকে ছাড়িয়ে গেলেন মার্তা।

ইতিহাস গড়ে খুশি মার্তা বলেন, ‘অনুভূতিটা আনন্দদায়ক। শুধু রেকর্ড ভাঙার জন্য নয়, বরং এটা করে মেয়েদের প্রতিনিধিত্ব করতে পেরে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ